আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৯
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ বরখাস্ত হওয়া তুষার আলী নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে আটক করা হয়। আটক তুষার আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৌবাড়িয়া গ্রামের এনামুল হকের ছেলে। সে ঝিনাইদহ জেলা কারাগারে কর্মরত থাকাকালে গত ১ বছর আগে বরখাস্ত হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান স্যারের নির্দেশনায় উপজেলার কলাহাট এলাকার ডাকবাংলোর সামনে থেকে তুষার আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক তুষার আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |