আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৯
এস,এম,আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি :-সর্বাতœক লকডাউনের ৬ষ্ঠ দিন কুড়িগ্রামে ঢিলে ঢালা ভাবে লকডাউন পালন হচ্ছে। সকাল থেকে শহরের রাস্তায় যানবাহন চলতে দেখা গেছে। কিছ ুকিছু সড়কে যানজট ও দেখা গেছে।লকডাউনে সরকারী বিধি নিষেধ অমান্য করে অনেকস্থানে দোকানপাট খুলে ফেলে ব্যবসায়ীরা।
পরে দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি হাসিবুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হলে দোকানপাটও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ সময় কুড়িগ্রাম বাজার এ হাসান ট্রেডিং এ ৫ হাজার ও ঘোষপাড়ায় মিতা ইলেকট্রিক এর ৫ হাজার,মিম হার্ডওয়ার এ ৫ হাজার,অর্ণি ইলেকট্রিক এ ২ হাজার ও ওয়ালটন শো রুমএ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিধি নিষেধ অমান্য করে মোট ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা নগদ আদায় করা হয়।
এ সময় এনডিসি হাসিবুল হাসান বলেন, লকডাউন বাস্তবায়নে সরকারের দেয়া বিধি নিষেধ পালনে তারা জনগনকে সতর্ক করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই করোনাকালে দ্বায়িত্ব পালন করছেন।প্রয়োজনে তারা ছদ্ববেশ ধারণ করে দ্বায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, জেলা প্রশাসক রেজাউল করিমের নির্দেশে শহরে ৩ টি মোবাইল টিম পরিচালিত হচ্ছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |