- প্রচ্ছদ
-
- অপরাধ
- সখিপুরে চাঞ্চল্যকর হারেজ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী গ্রেফতার
সখিপুরে চাঞ্চল্যকর হারেজ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী গ্রেফতার
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৯ পূর্বাহ্ণ
সখিপুর (টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা:-টাঙ্গাইলের সখিপুরে দাড়িপাকা এলাকায় চাঞ্চল্যকর হারেজ হত্যা মামলার মুল পরিকল্পনাকারী আসামি মোস্তফা কামাল(৪৬) সিআইডি কর্তৃক গ্রেফতার হয়েছে।জানা গেছে, সখিপুর থানার মামলা নং ০৪ তারিখ ০৬\০৫\২০২০ খ্রিঃ ধারা ১৪৩\৩৪৭\৩২৫\৩২৬\৩০৭\৩০২\১০৯ পেনাল কোড এর পলাতক আসামি মোস্তাফা কামাল (৪৬) কে তদন্তকারী অফিসার নারী এসআই সুজাতা রাণী সরকার সংগীয় ফোর্স সহ সিআইডি টাঙ্গাইল জেলার একটি টিম কর্তৃক টাঙ্গাইল-ঢাকা বাস স্টপ এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল বাস স্টপ এলাকা হতে ২৯\০৯\২০২০ খ্রিঃ দুপুর ১২ʼ৩০ঘটিকার সময় গ্রেফতার করা হয় ।
Please follow and like us:
20 20