আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:১০
বিডি দিনকাল ডেস্ক ::-করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ ২২ এপ্রিল বুধবার ১৪তম দিন। গত প্রায় ৪৮ ঘণ্টার অধিক সময় ধরে তার শরীরে কোনো জ্বর নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন ।
তিনি বলেন, অন্য দিনের চেয়ে তিনি অনেকটা ভালো অনুভব করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এমতাবস্থায় তার যেই চিকিৎসা চলছে সেটাই চলবে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি এসব কথা বলেন।এইসময় ডা.জাহিদের সাথে ছিলেন ডা .মামুন এবং প্রেস উইংসের সদস্য শায়রুল কবির খান।
এ সময় তিনি বলেন, দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দোয়া চেয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের যেই মেডিক্যাল বোর্ড রয়েছে তারা বসে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রয়েছে। সেগুলো করার সিদ্ধান্ত নিবেন।
এই চিকিৎসক বলেন, আজকে ম্যাডামের ১৪ তম দিন শেষের দিকে । কাজেই এই যে ১৩ ও ১৪তম দিন এই টাইমটা ছিল খুবেই গুরুত্বপূর্ণ। ১৪তম দিন বৃহস্পতিবার সকালে শেষ হবে। এ সময় পর্যন্ত তার দিকে আমাদের ভালো করে লক্ষ করতে হবে।
তিনি আরও বলেন, উনার কাঁশি, গলা ব্যাথা ও অন্যান্য উপসর্গ ছিলো অথবা নতুনভাবে হয় নেই। কাজেই এই অবস্থায় আমরা বলতে পারি ম্যাডামের চিকিৎসা যেভাবে চলছে তাতে তিনি স্থিতিশীল পর্যায়ে আছেন।এই মুহূর্তে বেগম খালেদা জিয়া করোনার উপসর্গের বাহিরে এইটুকুই বলতে পারা যায় ।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দেহের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। ব্লাড প্রেসার, অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড সুগার স্বাভাবিক পরিস্থিতি।তবে শরীরের কিছুটা দুর্বলতা রয়েছে ।
উনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং উনার আরও কিছু কিছু অসুস্থতা সেই অবস্থায় একটা জিনিস মাথায় থাকতে হবে এখন যে ফলোআপ অর্থাৎ ভিজিল্যান্সটা চলছে অর্থাৎ আমরা ক্লোজ অবজারভেশনে মনিটরিং করছি সেটা অব্যাহত রাখতে হবে। মিনিমাম আগামী ২ থেকে ৩ সপ্তাহ অর্থাৎ এই পুরো মাসটা আমাদের উনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আপনারা জানেন করোনা পেশেন্টদের ৩/৪ সপ্তাহেও নেগেটিভ হয় না। ইদানীংকালেও ঘটছে। উনার চেয়ে আরও ইয়ং লোকদের হচ্ছে। করোনার গতিপ্রকৃতি কোন দিকে যায় বা না যায় প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেজন্য আমাদের লুজ দিলে চলবে না । আমাদের সব সময় ভিজিল্যান্ট থাকতে হবে উনার বিষয়ে।
এদিকে ডাঃ জাহিদ জানান ,লন্ডন থেকে বেগম জিয়ার পুত্র বধূ ডাঃ জোবায়দা রহমান সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছেন ।সেই সাথে খবরা খবর রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারমেন তারেক রহমান সহ দলের মহাসচিব ও দলের সিনিয়র নেতৃবৃন্দরা ।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর প্রখ্যাত ‘বক্ষব্যাধি ও মেডিসিন’ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীরে নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করেন।
‘ফিরোজা’র বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসাও সেখানে চলছে।তারাও অনেক সুস্থ রয়েছেন ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |