আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:১৭
ঢাকা : খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি সারাফত হোসেন গ্রেফতার হয়েছেন। বুধবার (২১ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে রাজধানীর মিরপুর থেকে তাঁকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। মুফতি সারাফত হোসেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক-এর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি করেছে ডিবি।
তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, আমাদের একটি টিম মিরপুর থেকে মুফতি সারাফত হোসেনকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে প্রায় একই সময়ে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবি’র এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |