- প্রচ্ছদ
-
- শোক-সংবাদ ও শ্রদ্ধাঞ্জলী
- বিশ্বনাথের সাবেক মেম্বার সোনাহর আলী কাচঁ মিয়ার ৩৩ তম মৃত্যুবার্ষিকী আজ ২২এপ্রিল
বিশ্বনাথের সাবেক মেম্বার সোনাহর আলী কাচঁ মিয়ার ৩৩ তম মৃত্যুবার্ষিকী আজ ২২এপ্রিল
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি ::সাবেক মেম্বার, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামের বিশিষ্ট শালিষ ব্যাক্তিত্ব ও সমাজ সেবক মরহুম সোনাহর আলী (কাচঁ মিয়ার) ৩৩ তম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ১৯৮৮ সালের ২২ এপ্রিল ৯ই বৈশাখ ৫ই রমজান দিবাগত রাতরে তারাবি নামাজে মসজিদে মৃত্যুবরণ করেন।
মরহুম সোনাহর আলী কাচাঁ মিয়া ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ ব্যক্তি। অল্প সময়েই তার নাম – ডাক সুনাম বিশ্বনাথ সহ সিলেটের ব্যপক অঞ্চলে ছড়িয়ে পড়ে। এক সময় তিনি একজন জনপ্রিয় ইউপি সদস্য হয়ে ওঠেন। যে কারণে তাকে অনেকে কাচাঁ মেম্বার নামে বেশি স্বরণ করে থাকেন।
উল্লেখ্য – সোনাহর আলী কাচাঁ মিয়া সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য ছিলেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন মরহুম সোনাহর আলী কাচাঁ মিয়ার পূত্র বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআলম হোসেন
Please follow and like us:
20 20