- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটে কড়ই কাদিপুর গন হত্যা দিবস উদযাপন।
জয়পুরহাটে কড়ই কাদিপুর গন হত্যা দিবস উদযাপন।
প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক জয়পুরহাট :- আজ ২৬ এপ্রিল জয়পুরহাট কড়ই কাদিপুর গণহত্যা দিবস । আজ সোমবার সৃজনীর উদ্যোগে পালিত হলো গন হত্যা দিবস।
এখানে ১৯৭১ সালে একদিনেই ৩৭১ জন নিরিহ কুমার সম্প্রদায় কে হত্যা করেছিল পাকিস্তানী হায়নারা । শহীদের প্রতিফুল দিয়ে শ্রদ্ধা জানায় সৃজনীর সভাপতি ম, নুরুন্নবী উপস্থিত ছিলেন শহীদদের স্বজনেরা ও আহমেদ মোশাররফ নাননু , সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট জয়পুরহাট ।।
Please follow and like us:
20 20