আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:২৬
বগুড়া : বগুড়ার শিবগঞ্জে ৮৮ বোতল ফেনসিডিল বিক্রির ঘটনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের আটজনকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এ আদেশ দেন। বদলির আদেশ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে এসে পৌঁছেছে।
এদিকে, সদ্য প্রত্যাহার হওয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী ও তার স্ত্রী ডা. শারমিন সুলতানা বিরুদ্ধে হত্যা মামলার আসামির দেওয়া প্রাইভেটকার ব্যবহারের অভিযোগ ওঠেছে।
মামলার বাদীর অভিযোগ, আসামিদের কাছ থেকে প্রাইভেটকার ঘুষ হিসেবে নিয়েছেন এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকী। আর মামলার আসামি রাসেল মাহমুদ সবুজের দাবি, ঘুষ না, গাড়িটি ভাড়া দেওয়া হয়েছে এএসপি আরিফুল ইসলামের স্ত্রী ডা. শারমিন সুলতানাকে।
আসামির দেওয়া গাড়ি ব্যবহার নিয়ে বগুড়ার শিবগঞ্জে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ কারণেই হত্যা মামলাটি পুলিশ সুপারের আদেশে শিবগঞ্জ থানা থেকে ডিবি পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বন্দরে হাইস্কুলের সামনে প্রতিপক্ষের মারপিটে আহত হন কৃষকলীগ নেতা আজহারুল ইসলাম নান্টু (৩৫)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ ফেব্রুয়ারি রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল বাছেদ মন্ডল বাদী হয়ে ১০ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাদী অভিযোগ করেছেন, সার্কেল এএসপি আরিফুল ইসলাম এবং মামলার ২ নম্বর আসামি বগুড়ার উপশহরে একই ভবনে বসবাস করেন। সেই সুবাদে তাদের মধ্যে সখ্যতা রয়েছে। মামলার ৩ নম্বর আসামি রাসেল মাহমুদ সবুজ ২ নম্বর আসামির ভাগ্নে। মামা ভাগ্নে যৌথভাবে সার্কেল এসপিকে সাড়ে আট লাখ টাকায় প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-১৮৫৪) কিনে দিয়েছেন। সেই গাড়িটি সার্কেল এএসপির স্ত্রী ব্যবহার করেন।
বাদী আব্দুল বাছেদ বলেন, ‘আসামিদের কাছ থেকে গাড়ি কিনে নেওয়ার বিষয়টি পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ দিয়েছি। সার্কেল এএসপি গাড়ি ঘুষ নিয়ে আসামিদের গ্রেপ্তার করতে দেননি।’
একই অভিযোগ করেন শিবগঞ্জের ময়দানহাটা ইউপি চেয়ারম্যান এসএম রুপম। তিনি বলেন, হত্যা মামলার আসামিদের কাছ থেকে সার্কেল এএসপি গাড়ি উপহার নেওয়ার বিষয়টি শিবগঞ্জের মানুষ সবাই জানেন। তার স্ত্রী ডা. শারমিন টিএএমএস মেডিকেল কলেজ হাসপাতালে ওই গাড়িতেই যাতায়াত করেন।
এ ছাড়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, এএসপি আরিফুল ইসলাম নিজেই ঢাকা মেট্রো-গ-২৫-১৮৫৪ নম্বরের গাড়ি চালিয়ে তার স্ত্রীকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নামিয়ে দিচ্ছেন।
এ বিষয়ে শিবগঞ্জের সাবেক সার্কেল এএসপি আরিফুল ইসলাম বলেন, ‘বাদীপক্ষের এই অভিযোগ অসত্য। এখন চেয়ারে নাই, অনেকেই অনেক কথা বলবেন। বিআরটিএ অফিসে খোঁজ নিলেই জানা জানা গাড়িটি কার।’
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |