আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২২
বিশেষ প্রতিনিধি কুয়েত–স্বাস্থ্য বিধি মেনে কুয়েত ধর্ম মন্ত্রাণালয় পবিত্র মাহে রমজানে শেষ ১০ দিন গভীর রাতে বেশ ফজিলত ও গুরুত্বপূর্ণ নামাজ সালাতুল কিয়াম বা কিয়ামের নামাজ হিসাবে পরিচিত।গভীর রাতে এ কিয়াম নামাজ আদায় করতে হয় বিশেষ করে রাত ১২টার পর।
তবে কুয়েত সরকার ৬টি এলাকা হাওয়াল্লী, ময়দান হাওয়াল্লী, সালমিয়া, জিলিব আল শুয়েখ, মাহবুল্লা এবং আল নাকরা (النقرة) এলাকার মসজিদ গুলোতে কিয়াম (রমজানের) নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েতের মিনিস্ট্রি অফ ওয়াকফ।
উল্লেখিত এলাকার – মসজিদ গুলোতে উচ্চ ঘনত্ব (লোকজন বেশি হওয়াতে) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাত ১২টার পর থেকে ৩০মিনিটের মধ্যে নামাজ আদায় করতে মুসল্লীদের অনুরোধ করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |