আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৯
সিলেট:- সিলেটে অস্ত্র, গুলি ও হেরোইন সহ যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করে। জাকির সিলেট জেলা যুবলীগের নেতা। নগরীর উপশহরে তার যুবলীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ রয়েছে। নানা সময় ওই গ্রুপ বিভিন্ন ঘটনায় বিতর্কিত হয়েছে। তার বাড়ি সিলেট শহরতলীর মোগলাবাজারের কুচাই এলাকায়। তার পিতার নাম সাজ্জাদ আলী। গত ইউপি নির্বাচনে জাকির নৌকার প্রার্থী হয়ে কুচাই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
র্যাব-৯ এর এএসপি ওবাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব’র একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |