আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৯
জেবু নজরুল ইসলাম:-
আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক আমাদের উপর
যেভাবে নিমিষে নিমিষে প্রবাহিত হয় নন্দিত নির্ঝর।
ফুলের মতো সুন্দর আর সুরভিত করে দিন প্রভু আমাদের জীবন,
যেন তোমার হুকুম প্রতিনিয়ত
আমরা করে যেতে পারি পালন।
সুস্থ ও ভালো রাখুন মহামারী থেকে রক্ষা করুন
ওগো দয়াময় জীবন মৃত্যুর মালিক
তোমাকে যেন করিতে পারি স্মরণ
প্রিয়জনদের চেয়েও ততোধিক।
সেবা কিংবা ভালকাজ করার তরে
দান করুন আমাদের দীর্ঘ হায়াত,
তোমায় যেন নীরবে গোপনে ডেকে যেতে পারি
প্রতিদিন প্রতিরাত।
আনন্দে খুশীতে পরিপূর্ণ এবং করোনা থেকে রক্ষা করুন, হে রহমানের রহিম আজকের দিন,
ঢেলে দাও তোমার রহমত আমাদের পরে,
যুগে যুগে যেভাবে দিয়েছ প্রতিদিন।
আমীন, আমীন,আমীন, ছুম্মা আমীন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |