হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক নোমান ফয়েজীকে গ্রেপ্তার
হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক নোমান ফয়েজীকে গ্রেপ্তার
প্রকাশ: ৫ মে, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ
কক্সবাজার:- হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক ও হাটহাজারী মেখল মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় একটি বাডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেন। তিনি, গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপন থাকা অবস্থায় মাওলানা জাকারিয়া নোমানকে আটক করা হয়েছে। তাকে চট্টগ্রাম শহরে নিয়ে আনা হয়েছে।