আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:২৯
স্টাফ রিপোর্টার ॥পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আওয়ালমহল তালীমুল কোরআন মাদ্রাসায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই মাদ্রাসায়
আওয়ালমহলসহ বেশ কয়েকটি গ্রামের ৭০ জন দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রীয় বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ২ লিটার সোয়াবিন তৈল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ কেজি মশুরী ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ২ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম খেজুর, ১শ গ্রাম পাউডার দুধ। খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজ সামরুল ইসলাম, আবুল কালাম মেম্বার, সাবেক মেম্বার আব্দুল কাইয়ূম, মোফাজ্জল হোসাইন, হাজী আব্দুল মতিন, পল্লী চিকিৎসক আব্দুল হক, সংগঠনের প্রতিনিধি মোঃ রুহুল আমিন চৌধুরী, ভলেন্টিয়ার জিয়াউর রহমান, শিক্ষক কাঞ্চন কুমার শীল, সুব্রত কুমার চৌধুরী, মোঃ নাজমুল ইসলাম, মোঃ মুখলিছ মিয়া, সোহেল রহমান ও ফাহাদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রবাসীরা সম্মিলিত ভাবে মানবসেবার লক্ষ্যেই অরাজনৈতিক সংগঠন পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন গঠন করেছেন। ইতিপূর্বে এ সংগঠনের তত্ত্বাবধানে ও ওয়ানন্যাশন চ্যারিটি ফাউন্ডেশনের সহযোগিতায় ৩টি টিউবওয়েল স্থাপন কাজ সম্পন্ন করা হয়েছে। আরেকটি টিউওবয়েল স্থাপন করা হবে। তাদের কষ্টে অর্জিত টাকার একটি অংশ মানসেবায় দান করছেন। এ জন্য আমরা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাব্যক্ত করছি।
এছাড়াও প্রবাসীদের এমন মহত উদ্যোগের ভূয়সী প্রসাংসা করেন পুকড়া ইউনিয়নের সচেতন মহল। পরে দুপুরে কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কবিরপুরের ৩০ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, এলাকার মুরুব্বী আব্দুল গফুর, আব্দুল আফাদ মিয়া, আবুল হোসেন, প্রদীপ দাশ, মোঃ সেলিম মিয়া প্রমূখ। এছাড়াও উভয় অনুষ্ঠানে অতিথি ছিলেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী। ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ রুহুল আমিন চৌধুরী ফাউন্ডেশনের আহ্বায়ক লন্ডন প্রবাসী মোঃ হুমায়ন কবির চৌধুরী শামীম লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ হুমায়ন কবির চৌধুরী শামীম জানান, মানবসেবার লক্ষ্যে পুকড়া ইউনিয়নের যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের নিয়ে এ সংগঠনটি গঠন করেছি। প্রথমে আমরা আহ্বায়ক কমিটি গঠন করেছি। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আমরা সংগঠনটি আরো প্রসারিত করবো। আমাদের মূল লক্ষই হলো-নিজের উপার্জন একটি অংশ মানবসেবায় ব্যয় করা এবং সংগঠনের মাধ্যমে বিভিন্ন দানশীলদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এলাকার দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করবো। প্রাথমিক পর্যায়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩শ দরিদ্র অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীয় বিতরণ করা হবে।
সংগঠনের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হলেন-যুগ্ম আহ্বায়ক যথাক্রমে- মনি লাল দাস (কুয়েত), মোঃ মুহিবুর রহমান চৌধুরী রিপন (লন্ডন), মওলানা শাহ্ উবায়দুর রহমান আবিদ (লন্ডন) এ্যাডভোকেট দীপংকর চৌধুরী দিপু (আমেরিকা), মোহাম্মদ আলী আসকর (ইতালি), হাফেজ মাওলানা খাইরুল ইসলাম (ওমান), তৌহিদুল ইসলাম (সুইডেন) মোঃ বদরুল ইসলাম (লন্ডন), হসানুল হক চৌধুরী দুলন (লন্ডন) ও মোহাম্মদ নাজিম উদ্দিন (কুয়েত)।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |