আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:১২
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ৪১৮ গ্রাম হিরোইনসহ নিজাম উদ্দিন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গতকাল শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতার নিজামউদ্দিন বি-বাড়িয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৪ জানায়, দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে প্রাইভেটকারযোগে বিশেষ কৌশলে ঝালাই করে গোপন চেম্বারের মাধ্যমে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে হেরোইন পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে রাজধানী ঢাকায় হোরোইন পাচার করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৪১৮ গ্রাম হিরোইন ও নগদ প্রায় ২৬ হাজার টাকা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নিজাম উদ্দিন রাজশাহী থেকে রাজধানী ও আশপাশের এলাকায় মাদক পাইকারী ও খুচরা বিক্রয় করতো বলে স্বীকার করেছে।
এব্যাপারে াশুলিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ছবির ক্যাপশন : আশুলিয়ায় হেরোইন সহ র্যাবের হাতে গ্রেফতার এক মাদক কারবারি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |