আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:১৪
মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইলের বাসাইলে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- বাসাইল উপজেলা কাঞ্চনপুর কাজিরাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে শিপন (৩৫), জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বয়রা গ্রামের মৃত মাখন বাদ্যকরের ছেলে আনন্দ বাদ্যকর (৩৫), মির্জাপর উপজেলার নিমাই চন্দ্রের ছেলে রামপ্রসাদ (৩২) ও ঠাকুরগাওঁ জেলার বালিয়াডাঙ্গা উপজেলার লালপুর গ্রামের মৃত শান্ত শিলের ছেলে গণেশ চন্দ্র ওরফে স্বপন (৩৮)।
পুলিশ জানায়, আটককৃতরা সবাই মির্জাপুরে অটোটেম্পু চালানোর নাম করে চোরাই মোটরসাইকেল কেনা-বেচা করতো। তাদের দেওয়া তথ্যমতে নম্বর বিহীন অ্যাপাচি, পালসার (ঢাকা-মেট্রা-ল ২৪-৬৮৫৬), টিভিএস(ঢাকা-মেট্রো-হ- ৫১-৯৩২৭), সিডি-৮০ (ঢাকা-মেট্রা-এ -০২-৯২০৩) সহ ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃতদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |