আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:১৩
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মহামারী করোনার কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার পর গত দু’দিন ধরে মহাসড়কে গণপরিবহন চলছে। এরই সুবাদে আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ডে গণপরিবহন থেকে ফের মালিক সমিতির নামে ব্যাপক চাদাঁবাজি শুরু করেছে। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ এবং অতিষ্ট।
সরেজমিনে বিভিন্ন পরিবহন শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, মহামারী করোনার কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার পর গত দুদিন যাবৎ মহাসড়কে পরিবহন চালাচ্ছি। কিন্তু পরিবহন চালাইলেও জালা না চালাইলেও না খেয়ে মরতে হবে। গাড়ী চললে মালিক সমিতিকে জিপির নামে চাঁদা দিতে হয়। আবার না চালালেও না খেয়ে মরতে হবে। কোন টা করবো। এ যেন মরার উপর খড়ার ঘাঁ।
সৌরভ পরিবহনের এক চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সারাদিনে ১৮ ঘন্টা গাড়ি চালানোর পর বিভিন্ন স্থানে জিপি দিতে হয়। বিভিন্ন স্থানে মালিক সমিতির নামে জিপি দিয়ে সবশেষে চলার মতো টাকা থাকেনা। নবীনগর থেকে মালিক সমিতির নেতা স্বপনের নেতৃত্বে তারেকসহ কয়েকজন চাঁদাবাজ সৌরভ পরিবহন, দোয়েল পরিবহন, নুরে কাবা পরিবহন থেকে প্রতিদিন জিপির নামে সর্বনি¤œ ৬ শত টাকা চাঁদা আদায় করছে। কোন শ্রমিক চাঁদা দিতে অস্বীকার করলে পরের দিন থেকে আর গাড়ি চালাতে দেয়না। যার ফলে শ্রমিকরা মালিক সমিতির নেতাদের নিকট জিম্মি হয়ে পরেছে।
অন্যান্য পরিবহন শ্রমিকরা জানান, মহামারী করোনার কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকায় কোন শ্রমিক মালিক পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পায়নি। এখন তারাই আবার পরিবহনে ইনকাম হউক আর না হউক, তাদের চাঁদার পরিমান গুনতে হচ্ছে নিত্যদিন।
এ ব্যাপারে শ্রমিক নেতা মিন্টুর নিকট জানতে চাইলে তিনি বলেন, লকডাউনে পরিবহন শ্রমিকরা অনেক কষ্টে পরিবার পরিজন নিয়ে না খেয়ে জীবন যাপন করেছে। কিন্তু কোন নেতা ও মালিক ওই শ্রমিকদের বিন্দু মাত্র আর্থিক সহযোগিতা করেনি। দুদিন ধরে পরিবহন চলতে না চলতেই মালিক সমিতির নেতা ও একাধিক চাঁদাবাজির মামলার আসামী স্বপনের নেতৃত্বে তারেকসহ কয়েকজন চাঁদাবাজ সকাল থেকে চালদের নিকট থেকে চাঁদা আদায় করছে। যা আমি বাঁধা প্রদান করেছি। এই নবীনগর থেকে পরিবহন শ্রমিকরা কোন মালিক সমিতিকে চাঁদা উত্তোলন করতে দেবনা । আরোও বলেন শ্রমিকরা বাঁচলে মালিক বাঁচবে।
এব্যাপারে অভিযুক্ত স্বপন জানান, আমার গাড়ি, আমার ব্যানার তাতে অন্যের কি। তাদেরকে চাঁদা দেয়নি বলেই তারা আমার বিরুদ্ধে লাগছে।
এ ব্যাপারে নবীনগর ট্রাফিক বক্সের ট্রাফিক ইনচার্য আতিকুর রহমান, বিষয়টি জানার পর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |