আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৩
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের চাঁন মাহমুদের ছেলে সন্ত্রাসী রফিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এলাকার লোকজন জানায়,সন্ত্রাসী রফিক ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এক জনের জমিতে অন্যজনকে ঘর উত্তোলন করে দিতে সহযোগিতা করে,মোটা অংকের টাকার বিনিময়ে এক তরফা শালিসে বৈঠক করে থাকে এবং বিভিন্ন মাদক ব্যবসা,নারী নির্যাতন,ধর্ষন,চাঁদাবাজি,অবৈধ ড্রেজিং ব্যবসার সাথে জড়িত। তার এর অবৈধ কাজের সাথে সহযোগিতা করে থাকে স্থানীয় চকিদার নজরুল ইসলাম নজল। নজলও অন্যের সেটেলমেন্ট জমিতে ঘর-বাড়ি নির্মান করে বসবাস করছে। তাদের মাধ্যমে এমন কোন হেন কর্মকান্ড নেই যা যা তারা করে থাকে না।
রফিক-নজল সিন্ডিকেটের মাধ্যমে দাড়িয়াপুর ফালু চাঁন শাহ(ফাইলা পাগলা) এর মাজারের আশপাশে মাদক ইয়াবা,হিরোইন,গাঁজার ব্যবসা গড়ে তুলেছে। তারা দুইজন মোটা অংকের টাকার বিনিময়ে চুক্তিতে দাড়িয়াপুর নয়াপাড়ায় একজনের জমিতে অন্যজনের ঘর উত্তোলন করে দিয়েছে। ছেলের সাথে ছেলের বিয়ে দিয়েছে। এ বিয়েকে কেন্দ্র করে ১লা রমজান দাড়িয়াপুর মাজারপাড় এক শালিসে বৈঠকে দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ,সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম,এস এ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সানোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য শাহীন সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এর উপস্থিতিতে কাজী মাসুদ রানা স্বীকার করেন মোমেন এর ওকালতিতে দাড়িয়াপুর গ্রামের লাল মাহমুদের ছেলে খোরশেদ খোরশু,চাঁন মাহমুদের ছেলে রফিক,হানিফের ছেলে শাহজাহান সহ কয়েকজনকে স্বাক্ষী করে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে ছেলের সাথে ছেলের বিবাহ কার্য সম্পন্ন করা হয়। এ বিবাহ কার্য সম্পন্ন করার জন্য রফিক উভয় পক্ষ থেকে এক লাখ টাকা ঘুষ নিয়েছে বলে একটি সূত্র জানায়। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সন্ত্রাসী রফিকের অত্যাচার থেকে পরিত্রান চেয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |