আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১৫
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বেতন কবে দেওয়া হবে এবং ছুটি কবে থেকে জানতে চাওয়ায় শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি কারখানার দুই শ্রমিককে মারধরের ঘটনায় কাজ বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
আজ শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকার ফাইভ এফ এ্যাপারেলস লি: নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্দ শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে ওই কারখানায় প্রায় ১হাজার শ্রমিক কাজ করে আসছে। ঈদের ছুটি কবে থেকে ও বেতন কবে দেওয়া হবে জানতে চাইলে দুই জনকে মারধর করে বলে দাবি করে শ্রমিকরা। শ্রমিক মারধরের বিষয়টি কারখানায় অন্যান্য শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
মারধরের শিকার শ্রমিক শারমিনের স্বামী সাদ্দাম বলেন, গত মার্চ মাসের ওভারটাইমের টাকা বাকি রাখে কারখানা কর্তৃপক্ষ। ওই টাকা গত বৃহস্পতিবার ঈদ বোনাসের সাথে দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। বিষয়টি জানতে চাইলে শনিবার ওই শ্রমিকদের ডেকে নিয়ে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দিচ্ছিলো।
তিনি অভিযোগ করে বলেন, আমার স্ত্রী শারমিন এই কারখানায় দীর্ঘদিন ধরে অপারেটর হিসাবে কাজ করেন। গত বৃহস্পতিবারে টাকা চাওয়ায় আজ তাকে অ্যাডমিন কক্ষে ডেকে নেওয়া হয়। পরে কারখানায় চুরির অপবাদ দিয়ে চাকুরিচ্যুত করার পায়তারা করেন কারখানা কর্তৃপক্ষ। এসময় আমার স্ত্রীকে রিজাইন পেপারে স্বাক্ষর দিতে বলেন। আমার স্ত্রী স্বাক্ষর না দেওয়ায় তাকে চর-থাপ্পড় দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে সব শ্রমিকরা ঘটনাটি জানতে পেরে কাজ বন্ধ করে দেয় এবং কারখানার স সামনে বের হয়ে এসে বিক্ষোভ শুরু করেন।
এব্যাপারে ফাইভ এফ এ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান মাহমুদ জুলফিকার হোসাইনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি (আশুলিয়া অঞ্চল) আল-কামরান বলেন, বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে বসে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। আশা করি বিষয়টি সমাধান হয়ে যাবে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |