আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:১৬
বিডি দিনকাল ডেস্ক :- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-নড়াইল জেলা শাখার সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে আজ নড়াইল সদর থানায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে মোস্তাফিজুর রহমান এবং আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেন, “পবিত্র রমজান ও করোনা ভাইরাসের মহাদুর্যোগের সময়েও বর্তমান আওয়ামী সরকার কর্তৃক বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা যেন রোজকার কর্মসূচিতে পরিণত হয়েছে। আজ নড়াইল জেলা স্বেচছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুসহ ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের সেই কর্মসূচিরই আরেকটি জঘন্য দৃষ্টান্ত। বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাস্ত করা হচ্ছে না। বর্তমান ভোটারবিহীন সরকার এখন পুরোপুরি হিংসাশ্রয়ী ও ফ্যাসিবাদী সরকারের নগ্ন চেহারা নিয়ে বিরোধী দল দমনে সর্বশক্তি নিয়োগ করেছে। দেশকে এখন পুরোপুরি বৃহত্তর কারাগার বানানো হয়েছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক অসত্য মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার ও নির্যাতন নিপীড়ণ চালানোর উদ্দেশ্যই হচ্ছে বিএনপি-কে ধ্বংস করে প্রতিবাদী আওয়াজকে নিস্তব্ধ করা, যাতে বর্তমান আওয়ামী অপশাসন দীর্ঘায়িত হয়। আমরা দলমত নির্বিশেষে সকলকে বর্তমান আওয়ামী সরকারের এধরণের কর্মকান্ড প্রতিহত করার আহবান জানাচ্ছি।
অবিলম্বে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুসহ ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত সম্পূর্ণ মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।”JSSD-STATEMENT-10-05-21
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |