আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:২৭
ঢাকা : ঈদুল ফিতরের দিন দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা নিজেদের ঘরে রান্না করা খাবার নিয়ে যান হাসপাতালে। এরপর সবাই মিলে দুপুরের খাবার খান। সন্ধ্যা পর্যন্ত তারা হাসপাতালেই ছিলেন। গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার পরিবারের একজন সদস্য।
তিনি জানান, ‘এসময় ফোনে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।’
রাজধানীর বসুন্ধরার এয়ারকেয়ার হাসপাতালে গত ২৭ এপ্রিল থেকে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তিনি বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |