আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩৫
আজ (মঙ্গলবার) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এ নিন্দা ও প্রতিবাদ জানান।
লেবার পার্টির নেতৃদ্বয় বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সংবাদ কর্মীকে পাঁচ ঘন্টা আটকে রেখে শারিরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করে সাজানো মিথ্যা মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। আমরা রোজিনার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও তার অবিলম্বে মুক্তি দাবী করছি। একজন সাংবাদিককে নির্যাতনের ঘটনায় প্রমাণিত হয় যারা সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লিখবে তাদেরকেই এমন পরিণতি ভোগ করতে হবে। যেন ভয়ে আর কেউ সরকারের বিরুদ্ধে লিখতে না পারে।
নেতৃদ্বয় অবিলম্বে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি ও স্বাস্থ্যমন্ত্রনালয়ের রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারী দুর্নীতিবাজ অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |