আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০০
জয়পুরহাট,প্রতিনিধি,:-জয়পুরহাটের আক্কেলপুরে বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণ করা নিয়ে দুই পক্ষের ঝগড়া বিবাদের সময় জুয়েল হোসেন (৪৮) নামে একব্যক্তির মারা গেছেন। এঘটনায় পুলিশ প্রতিপক্ষের তিন জনকে আটক করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলার কানুপুর হালির মোড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
গ্রামের লোকজন বলছে, ঝগড়া বিবাদের সময় জুয়েল হোসেন অসুস্থ হয়ে মারা গেছেন। কেউ তাঁকে মারধর করেনি। আর জুয়েলের স্বজনেরা বলছে, অন্ডকোষে লাঠির আঘাত লেগে জুয়েলের মৃত্যু হয়েছে। লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন লাশের সুরতহাল প্রস্ততকারী থানা উপপরিদর্শক (এসআই) শাহ আলম । নিহত জুয়েল হোসেন কানুপুর হালির মোড় গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে দশটায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, জুয়েল হোসেনের মরদেহ তাঁর বাড়ির উঠানে রাখা হয়েছে। আত্বীয় স্বজনেরা মরদেহের পাশে বিলাপ করছিলেন। সেখানে লোকজন ভিড় করছিলেন।
গ্রামবাসী ও নিহত ব্যক্তির স্বজন ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, জুয়েল হোসেনদের সঙ্গে তাঁর চাচাতো ভাই আব্দুল আলিম বসত বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। আজ শুক্রবার সকালে আব্দুল আলিম লোকজন নিয়ে বিরোধপূর্ন জমিতে দেয়াল নির্মাণের জন্য খোঁড়াখুড়ি করছিলেন। জুয়েলের বড় ভাই ফরিদ হোসেন সেখানে গিয়ে খোঁড়াখুড়র কাজে বাঁধা দেন। তখন আব্দুল আলিমের লোকজন ফরিদ হোসেনকে মারধর করেন। এনিয়ে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হচ্ছিল। ফরিদের ছোট ভাই ঘর থেকে বেড়িয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন লোকজন তাঁকে বাড়ির উঠানে নিয়ে এসে চেয়ারে বসে রাখেন। সেখানেই জুয়েল হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনায় ক্ষুব্ধ হয়ে জুয়েলের স্বজনেরা আব্দুল আলিমের ওপর চড়াও হন। স্থানীয় লোকজন জরুরি সেবা ৯৯৯ ফোন করে ঘটনাটি জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিপক্ষ আব্দুল আলিম (৪২), তাঁর স্ত্রী শিরিন খাতুন (৩৭) ও আলিমের ছোট ভাইয়ের স্ত্রী মারুফা খাতুনকে আটক করে নিয়ে যায়।
কানুপুর গ্রামের বাসিন্দা আব্দুস ছালাম বলেন, জুয়েল হোসেন আগে থেকেই একটু অসুস্থরোধ করছিল। জমি নিয়ে ঝগড়া-বিবাদ হচ্ছিল। তিনি সেখানে যাওয়ার আগেই বুক চেপে ধরেন। লোকজন তাঁকে তাঁর বাড়িতে এনে চেয়ারে বসে রাখেন। কিছুক্ষণ পর জুয়েল হোসেন মারা যান।
নিহত জুয়েল হোসেনের ছোট বোন ফুরকুন খাতুন বলেন, আমি রান্না করছিলাম। তখন বাড়ির পাশে জমি নিয়ে আমার বড় ভাই ফরিদের সঙ্গে আব্দুল আলিমের ঝগড়া চলছিল। এটি দেখে জুয়েল সেখানে গেলে তার অন্ডকোষে লাঠির আঘাত লাগে। এতে আমার অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়িতে আনা হয়। এরপর জুয়েল মারা যান।
লাশের সুরতহাল প্রস্তুতকারী আক্কেলপুর থানার উপ-পরির্দশক (এসআই) শাহ আলম বলেন, জুয়েলের মরদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আক্কেলপুর পরির্দশক (তদন্ত) শাহ আলম বলেন, জুয়েল হোসেনের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এঘটনায় প্রতিপক্ষের তিন জনকে আটক করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |