আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩২
ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে অস্ত্রসহ সাইফুল ইসলাম নামের এক ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম (৪৮), মো. হানিফ (৩৭) ও মো. মনির হোসেন। গ্রেপ্তারের সময় তাদের্ কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান, এক লাখ আট হাজার নগদ টাকা, ৬৪ পিস ইয়াবা ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আবদুল্লাহ আল মামুন বলেন, সাইফুল ইসলাম নিজের প্রতিষ্ঠান এসআই এন্টারপ্রাইজের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছিলেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে সাইফুলসহ তার সাঙ্গপাঙ্গরা অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করত। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। এসব কথা আসামিরাও স্বীকার করেছে। এসব অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিংয়ের এসআই এন্টারপ্রাইজ অফিস থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আজ সকালে সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তিনজনের বিরুদ্ধেই মাদক নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, তিনজনকেই আদালতে পাঠানো হয়েছে। আরো বিস্তারিত জানার জন্য তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |