- প্রচ্ছদ
-
- মিডিয়া
- প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন
প্রকাশ: ২০ মে, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে (২০ মে বৃহস্পতিবার) সকালে উপজেলার কর্মরত সাংবাদিকরা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন মামলা প্রত্যাহার ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
উক্ত মানববন্ধনে উপজেলা প্রেসক্লাব ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন”র আয়োজনে অংশ নেয় লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ক্রীড়াবিদ, রাজনৈতিক, রাণীশংকৈল ফেসবুক ব্যবহারকারী, ও শুশীল সমাজের সর্বস্তরের মানুষেরা এবং উপজেলার চত্বরের সামনে ঘন্টাব্যাপি আলোচনার মাধ্যমে শেষ করা হয়।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইয়াসিন আলী, রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, যুগ্ম সম্পাদক খুরশিদ শাওন, সাবেক সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, প্রবীণ সাংবাদিক আনিসুর রহমান বাকি, নুরুল হক, আশরাফুল আলম, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আবু তাহের, উদিচি শিল্পী গোষ্ঠির সভাপতি রেজাউল ইসলাম বাবু, লেখক ও কবি মনিরুল ইসলাম রয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামিম হোসেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য তারেক আজিজ, যুবদলের যুগ্ন আহবায়ক এম আর বকুল মজুমদার, ওয়ার্কাস পার্টির নেতা আলমগীর হোসেন প্রমূখ।
উল্লেখ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া ও মানবাধিকার কর্মী সোহাগ আলী।
Please follow and like us:
20 20