আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৫
ঢাকা : বর্তমান সরকারকে ভোট ডাকাতের সরকার উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে আরেকবার নামতে হবে এই সরকারকে বিতাড়িত করতে। এই সরকার ভোট ছাড়াই ক্ষমতায় আছে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদী যুব সমাবেশে গয়েশ্বর এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের ‘অবৈধ অব্যাহতির প্রতিবাদ এবং চলমান খুন-ধর্ষণের পৃষ্ঠপোষকদের বিচারের দাবিতে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই প্রতিবাদী যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে তাদের ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। সংসদ হলো ভোট ডাকাতদের অভয়ারণ্য। তারা মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার মূল চেতনা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা বিনষ্ট করেছে। আজকে দেশের সার্বভৌমত্ব আছে কি না, দেখা যায় না। আজকে আমরা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছি। করদ রাজ্য।’
আন্দোলনের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘আমাদের আরেকবার নামতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নামতে হবে। বিশাল প্রতিবাদ গড়ে তুলতে হবে, যার ঢেউয়ে ভেসে যাবে যারা দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, ‘এই সরকারকে আর বেশি সময় দেয়া যাবে না। আসুন সংগ্রাম করে তাদের সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি। যার নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, রাজীব আহসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |