আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২৪
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে আয়েবাপিসির ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউরোপ সময় সন্ধ্যায় সংগঠনের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বকুল খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অস্ট্রিয়া সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান, সহসভাপতি ফ্রান্স থেকে যথাক্রমে আবু তাহির ও ফেরদৌস করিম আখঞ্জী , ইতালি থেকে সহ সভাপতি জাকির হোসেন সুমন , আয়ারল্যান্ড থেকে সহসভাপতি জাহিদ মোমিন , স্পেন থেকে সহসভাপতি সেলিম আলম , প্রচার সম্পাদক আলআমীন , গ্রীস থেকে ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, প্রমুখ । প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতি প্রকাশ করার কারণেই তাকে ষড়যন্ত্রমূলক ভাবে বৃটিশ আমলের অকার্কর একটি আইনের ধারা দিয়ে গ্রেফতার করে কারাগারে দেয়া হয়েছে। এভাবেই একের পর এক সাংবাদিককে নির্যাতনের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হচ্ছে । রোজিনা ইসলামকে জেলে প্রেরণ করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে। দুর্নীতির সংবাদ প্রকাশ করায় রোজিনা ইসলামকে পুরস্কৃত না করে দুর্নীতিবাজ হামলাদের পৃষ্ঠপোষকতা করছে সরকার । আর এর ফলেই রোজিনা ইসলামকে জামিন না দিয়ে জেলে আটকে রাখা হয়েছে । রোজিনা ইসলামের পুলিশ ভ্যানের ছবি দেখে সারা ইউরোপের তথা সারা বিশ্বের সাংবাদিকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে । বক্তারা অনতিবিলম্বে রোজিনা ইসলাম নি:শর্ত মুক্তি দেয়ার দাবি জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |