আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৮
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলারপাটিচরা ইউপির আমবাটি বাজার এলাকা থেকে মটরসাইকেল চুরি করে নিয়েপালানোর সময় মটরসাইকেল চুরি চক্রের সক্রিয় এক সদস্য ওয়াসিম রবিকেআটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাত আনুঃ ৯টায় নজিপুর বাসস্ট্যান্ডতরকারি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওয়াসিম রবি (২৩) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাররানীবাড়ি চাঁদপুর এলাকার শফি মাঝির ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, চাপাইনবাবগঞ্জের ওয়াসিম রবি নামেরমটরসাইকেল চুরি চক্রের সক্রিয় ওই সদস্য উপজেলার পাটিচরা ইউপিরআমবাটি বাজার এলাকা থেকে ঐ এলাকার মেম্বার মতিবুল ইসলামের একটিডিসকভার নীল রং–এর ১৩৫ সিসি মটরসাইকেল নিয়ে চুরি করে পালানোরসময় নজিপুর বাসস্ট্যান্ড তরকারি বাজার এলাকায় পড়ে যায়।
এসময়এলাকাবাসী তাকে সাহায্য করতে এগিয়ে আসলে সে দ্রুত সেখান থেকেপালাতে চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয় এবং তাকে হাতেনাতে আটককরে উত্তম মধ্যম দিলে জানাযায় সে একটি সংঘবদ্ধ মটরসাইকেল চুরি চক্রেরসক্রিয় সদস্য। এঅবস্থায় পত্নীতলা থানা পুলিশ তাকে আটক করে থানায়নিয়ে যায়।
এব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং– ২২, তাং– ২২/০৫/২০২১ইং।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ ঘটনার সত্যতানিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়াশিম(রবি) নামে ঐ চোরকে আটক করেছে। পুলিশ এই মটরসাইকেল চুরি চক্রেরসদস্যদের ধরতে সক্রিয় রয়েছে। আটক ওয়াশিম (রবি)কে শনিবার কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |