আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২০
বিডি দিনকাল ডেস্ক :- কবি লিখেছিলেন, দুঃস্বপন কোথা হতে এসে জীবনে বাধায় গণ্ডগোল। সত্যিই তাই! মাঝেমাঝে মানুষের জীবনে দুঃস্বপ্ন হয়ে ওঠে বাস্তবতা। এমন দুঃস্বপ্ন নেমে আসে জীবনে যা মানুষ হয়তো স্বপ্নেও দেখতে ভয় পায়।
সম্প্রতি বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি (চাঁদপুর জেলা পিবিআই প্রধান) জুনায়েদ কাওসারের জীবনেও নেমে এসেছে এমন এক দূঃস্বপ্ন যা শুধু তারই নয়, তার পুরো পরিবারকে করে দিয়েছে বিশৃঙ্খল। দুই বছর দশ মাস বয়সী জুনায়েদের একমাত্র আদরের কন্যা সন্তানটি যে একেবারে অপ্রত্যাশিত এক দুর্ঘটনায় পাড়ি জমিয়েছে না ফেরার দেশে!
ঈদের ছুটিতে পরিবারসহ কুমিল্লা মহানগরীর চানপুর এলাকায় নিজেদের বাড়িতে ছিলেন জুনায়েদ। কন্যা নাজিফা আর দুই পুত্র সন্তানরা স্বাভাবিকভাবেই আনন্দে মশগুল ছিল। মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল চালিয়ে বাইরে যাচ্ছিলেন জুনায়েদ। যতক্ষণ চোখ যায় প্রিয় বাবার চলে যাওয়াটা দোতলার ছাদ থেকে দেখছিল ছোট্ট নাজিফাহ। কিন্তু হঠাৎ ছাদ থেকে পড়ে যায় সে, মাথার পেছনের অংশ ভূমিতে আঘাতপ্রাপ্ত হয়।তৎক্ষণাৎ তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সিটি স্ক্যান রিপোর্টে তার ব্রেইনে রক্ত জমাট বেঁধেছে ধরা পড়ে।
উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাকে ঢাকায় আনা হয়। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে অপারেশনও করা হয়। কিন্তু বিধাতার লিখন ছিল ভিন্ন। সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে পরদিন বুধবার সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় নাজিফাহ।
হাসপাতালে সার্বক্ষণিক জুনায়েদের সাথে থাকা তার বন্ধু মাইনুদ্দিন আহমেদ ওপেল মানবজমিনকে বলেন, ‘বাবা মারা যাওয়ার মাত্র দুই মাস পর সপ্তম শ্রেণিতে পড়ুয়া আদরের একমাত্র বোন নিশাতকে হারিয়েছিল জুনায়েদ। ব্রেনে জটিল এক জীবাণুবাহী রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল নিশাত। নিশাতকে জুনায়েদ এতোটাই ভালোবাসতো যে তার বাড়ির নাম রেখেছিল ‘নিশাত মঞ্জিল’। তাছাড়া একমাত্র কন্যা নাজিফার নামও সে রেখেছিল একমাত্র বোন নিশাতের নামের সাথে মিলিয়ে। নাজিফাহ ছিল বাবার নয়নের মণি, ওকে আগলে রাখতো জুনায়েদ। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, ওর একমাত্র বোন নিশাত আর একমাত্র কন্যা নাজিফা দুজনই চলে গেলো ব্রেন সংক্রান্ত জটিলতায়!’
আদরের একমাত্র কন্যাকে হারিয়ে পাগলপ্রায় বাবা জুনায়েদ। নাজিফাহ যখন চিকিৎসারত তখন তিনি ফেসবুকে পোস্ট করেনঃ ‘একটা জীবনে মানুষ কতোটা কষ্ট সহ্য করতে পারে? আমার জীবনের সবটুকু আলো আমার নাজিফাহ আম্মু আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সবার কাছে দোয়াপ্রার্থী।’
নাজিফাহ’র চলে যাওয়ার পর জুনায়েদ লিখেনঃ ‘তোমার (নাজিফাহ) সাথে ওপারে দ্রুত দেখা হওয়ার আশা রাখি, আমার কলিজার টুকরা, প্রাণপাখি, আমার টিয়া পাখি। তুমি পাপার জীবন ছিলে, তোমাকে ছাড়া এ জীবন কিছু নয়। তোমাকে ছাড়া যে কটি মুহুর্ত বেঁচে আছি, নিজেকে অপরাধী মনে হয়।’
জুনায়েদ এই প্রতিবেদকের পূর্বপরিচিত। সান্ত্বনা জানানোর কোন ভাষা নেই জানার পরও খোঁজ নিতে ফোন করা হলে জুনায়েদ শুধু বলছিলেন, ‘আমার ছোট্ট মেয়েটা শুধু আল্লাহর কাছে দুইহাত তুইলা দোয়া করতো। আল্লাহ ওকে কেমনে নিয়া গেলো!’
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |