- প্রচ্ছদ
-
- জাতীয়
- ইসরায়েল আমাদের শত্রু, পৃথিবীর শত্রু, ইসরায়েলের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই:মির্জা ফখরুল
ইসরায়েল আমাদের শত্রু, পৃথিবীর শত্রু, ইসরায়েলের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই:মির্জা ফখরুল
প্রকাশ: ২৩ মে, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- অনেকে বলেন যে, প্যালেস্টাইন একটি ইসলামী রাষ্ট্র সেইজন্য সমর্থ করি। নো, কখনই না, আমরা ফিলিস্তিনকে প্রথমত সমর্থন করি, সকলে করে কারন, ফিলিস্তিন একটি রাষ্ট্র এবং তার মানুষগুলো মানুষ। বিশেষ করে শিশুরা। প্রায় একশ শিশুকে হত্যা করা হয়েছে গত কয়েকদিনে। আপনাদের মনে আছে কয়েক বছর আগে প্রায় তিন লক্ষ শিশুকে হত্যা করা হয়েছিল!ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য হুমকি।দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
আপনারা জানেন, ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’- বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটি থেকে ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি বাদ পড়ছে। সরকারের সিদ্ধান্তেই নতুন ই পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে। এখন লেখা থাকছে- এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পাসপোর্টের ‘আন্তর্জাতিক মান’ রাখতে গিয়ে এই পরিবর্তন। আমাদের প্রশ্ন, বাংলাদেশ সরকার কেন এই নতুন করে প্রেম করতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে?
এখানে আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসরায়েলে বিএনপির কোনো সম্পর্ক নাই।
ইসরায়েলের বিরোধী অবস্থান আমাদের। আমরা স্ট্রেটকাট বলতে চাই- আমরা বরাবরই ছিলাম, আমরা এখনো আছি। বিএনপি ইতোমধ্যেই ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্রের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে চিঠি পাঠিয়েছে এবং আবারও দুই রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিকে সমর্থন জানাচ্ছে।
Please follow and like us:
20 20