আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:১১
নুরুল আমিন হাসান : রাজধানীর উত্তরায় ওয়ান-টেন জুয়ার আসর থেকে ১৫ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া জুয়াড়িদের তথ্য দিতে চল চাতুরীর আশ্রয় নেয় থানার পুলিশ।
উত্তরা ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের ৯২ নম্বর বাসা থেকে রোববার (৩০ মে) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা ও ওয়ান-টেন জুয়া খেলার বোর্ড, পিনসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। পরবর্তী তাদেরকে সোমবার (৩১ মে) সকালে ডিএমপি অধ্যাদেশ আইনে আদালতে পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, জুয়াড়ি গ্রেফতারের পর থেকেই থানার সামনে ভীড় জমায় তাদের স্বজনরা। স্বজনদের কেউ কেউ পুলিশকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছেন।
অপরদিকে উত্তরা পশ্চিম থানার নিচ তলা মালখানা রুমের মধ্যে এসআই লাল মিয়া জব্দকৃত সরঞ্জামাদি ও টাকা পয়সা নিয়ে বসেছেন। সেখানে তিনি সব কিছু হিসাব নিকাশ করছেন। সেই সঙ্গে গ্রেফতার হওয়া জুয়াড়ির এক স্বজনের সাথে দেন দরবার করছেন। এসআই লাল মিয়া ওই স্বজনকে বলছেন, আমি যা বলছি তাই লাগবে, নাহলে হবে না। অপরদিকে জুয়াড়িকে ছাড়াতে ওই ব্যক্তি বলেন, স্যার কিছু কম দেই। একটু কম রাখেন স্যার।
এদিকে এই প্রতিবেদককে দেখেই তিনি বলেন- কে আপনি? পরিচয় দেওয়া মাত্রই তিনি বলেন, দেখছেন না কাজ করছি। আপনি বাহিরে গিয়ে বা পাশের রুমে বসেন। কাজ শেষ হলে ডাকবো।
অপরদিকে থানার দ্বিতীয় তলার ডিউটি অফিসারের রুমে দেখা যায়, আটক কিশোর, তাদের স্বজন এবং গ্রেফতার হওয়া জুয়াড়িতে একাকার। একজন এসআই আটক হওয়া কিশোরদের স্বজনদের সাথে কথাবার্তা বলছেন। এক নারী পুলিশ কনস্টেবল সাদা পোষাকে একজন কিশোরীকে নিয়ে বসে আছেন, ওই কিশোরীকে পুলিশ হেফাজত রয়েছেন তা দেখেই বুঝা যাচ্ছে। তবে তিনি আসামী না ভিকটিম তা বুঝার উপায় ছিল না। জিজ্ঞাসা করেও জানা যায়নি। এদিকে ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাফিন গ্রেফতার হওয়া জুয়াড়িদের নাম রাফ রেজিস্টারে লিপিবদ্ধ করে তাদেরকে লকাবে (হাজতে) ঢুকাচ্ছেন। এসআই শাফিনের কাছে জুয়াড়িদের গ্রেফতারের বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আপনি এসআই লাল মিয়া বা ওসি স্যারদের সাথে কথা বলেন।
জুয়াড়ি গ্রেফতারের বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া সিএনআই’কে বলেন, ফ্ল্যাট বাসার ভেতর আসর বসিয়ে জুয়া খেলার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই আসরটি পরিচালনা করতেন মিল্টন।
জুয়াড়িদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি। আপনি ডিউটি অফিসারের কাছ থেকে নাম জেনে নেন। এর থেকে বেশি কোন তথ্য দিতে পারবো না।
অপরদিকে গ্রেফতার হওয়া জুয়াড়িদের পরিচয়ের বিষয়ে জানতে চাইলে পরিদর্শক তদন্ত কাজী আব্দুল কালাম বলেন, পনের জন জুয়াড়িকে উত্তরা নম্বর সেক্টর থেকে ৪৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয়সহ বিস্তারিত ডিউটি অফিসারের কাছ থেকে জেনে নেন।
পুলিশ পরিদর্শকের কথামত আবার ডিউটি অফিসার এসআই শাফিনের কাছে গেলে তিনি বলেন, স্যাররা আমাকে তথ্য দিতে নিষেধ করেছেন। আপনি স্যারকে বলেন- তিনি যেন আমাকে ফোন দিয়ে তথ্য দিতে বলে দেন। পরে আবার পরিদর্শক কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আসামীদের আদালতে চালানের আগে কোন তথ্য দেওয়া যাবে না।
এমতাবস্থায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরে তাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোন উত্তর দেননি।
এ সময় উত্তরা জোনের সহকারী কমিশনার এস এম আশিকুর রহমান বলেন, ‘আমি বলে দিচ্ছি। আপনাকে তথ্য দিয়ে দিবেন।’ কিছুক্ষণ অপেক্ষার পরও তথ্য না পাওয়ায় তাকে পুনঃরায় ফোন দেওয়া হয়। তখন তিনি বলেন, আসামীদের নাম ঝাচাই বাছাই করা হয়নি। আসামীদের ভোটার আইডি কার্ড দেখে নাম ঠিকানা ঝাচাই বাছাই করা হবে। কারণ আসামীরা অনেক সময় তাদের সঠিক নাম ঠিকানা দেন না। তাই এখন দেওয়া সম্ভব না।
এদিকে থানার সামনে জুয়াড়িদের স্বজনরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে তাদেরকে ছাড়ানোর পাঁয়তারা করছেন। তারা একে অপরের সাথে বলাবলি করছেন, ১৫ জনকে আটকের বিষয়টি জানাজানি হয়ে গেছে। তাই এখন পুলিশের রেটও বেশি। কারণ পুলিশ কাউকে ছেড়ে দিলে বাহির থেকে লোক এনে সংখ্যা মিলিয়ে আদালতে পাঠাতে হবে।
সর্বশেষ সোমবার সকালে আটক হওয়া জুয়াড়িদের মধ্যে সবাইকে আদালতে পাঠানো হয়েছে, নাকি তাদের কাউকে ছেড়ে অন্য কোন আসামীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে চালান করা হয়েছে তা জানা সম্ভব হয়নি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |