আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৫
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :-
মালয়েশিয়ায় করোনা নিয়ন্ত্রনে চলমান লকডাউনের মধ্যে অবৈধ অভিবাসি বিরোধী অভিযানে ৬২ বাংলাদেশীসহ ১৫৬ জন আটক হয়েছে। রবিবার মধ্যরাতে সাইবারজায়ার একটি নির্মানাধীন প্রজেক্ট থেকে তাদেরকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে পার্শ্ববর্তি ঝোঁপঝাড়ের মধ্যে পালনোর চেষ্টা করেও রক্ষা পায়নি এসব প্রবাসীরা।
দেশটির অভিবাসন বিভাগের ডিজি দাতুক খায়রুল জাইমি দাউদ বলেন, নারি ও শিশুসহ ২০২ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ১৫৬ জন’কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় কাজ করার অভিযোগ আনা হয়েছে। তবে আটকের পর তাদের সকলকে করোনা পরীক্ষার জন্য পুত্রাজায়া নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সময় রোবাবার রাত ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বাংলাদেশী ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়ার ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ এবং পাকিস্থান ও ভারতের একজন করে নাগরিক। প্রায় তিন মাস আগে থেকে সরকারের একাধিক নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা এই প্রজেক্টের উপর নজর রাখছিলেন বলে জানান অভিবাসন বিভাগ প্রধান।
তিনি আরো বলেন, কোভিড-১৯ এর সংক্রমন ও বিস্তাররোধে নির্মাণশ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |