আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৯
আবুবকর সিদ্দিক,জয়পুরহাটপ্রতিনিধি ঃ –
সীমান্ত জেলা জয়পুরহাটে নিয়ন্ত্রণহীন করোনাকে নিয়ন্ত্রিত করতে বিশেষ লকডাউন দেওয়া হয়েছে। সোমবার জয়পুরহাট জেলার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির এক ভার্চুয়াল সভা জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভপতিত্বে প্রধান অতিথি হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপির সাথে কমিটির সদস্যরা ভারচুয়াল সভায় যোগদান করেন। সভায় করোনার নিয়ন্তণহীন পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা অন্তে বিশেষ এই লকডাউনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ।
আজ বুধবার থেকে জয়পুরহাট পৌর এলাকায় ও পাঁচবিবি পৌর এলাকায় বিকেল ৫টার পর পরদিন সকাল ৬টা পর্যন্ত সকল দোকানপাট, শপিংমল, কাঁচাবাজার, হোটেল- রেষ্টুরেন্ট, চায়ের দোকানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান, সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও ওই সময়ে জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরুতে পারবে না এবং বেরুলেও সঙ্গে পরিচয়পত্র থাকতে হবে, কোনরূপ সভা-সমাবেশ করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত চলমান থাকবে। বিশেষ এই লকডাউন কার্যকর করতে, মাস্ক পড়তে ও স্বাস্থ্য বিধি মানাতে জেলা প্রশাসন, ভ্রাম্যমান আদালত ও পুলিশ মাঠে কাজ করছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |