আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:২২
ডেস্কঃ- ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা তিনটার দিকে তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামী নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তবে তার গ্রেপ্তারের হওয়ার বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো নেতাই মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দাবি করেন, নাসির উদ্দিন একজন পরিচ্ছিন্ন রাজনীতিবিদ। তিনি বলেন, ‘উনি ছাত্র অবস্থা থেকে রাজনীতি করছেন। গতকালের ঘটনা শোনার পর আমি এবং দলের অনেকেই অবাক হয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত এবং ষড়যন্ত্রের অংশ। তবে উনি যেহেতু গ্রেপ্তার হয়েছেন তাই আদালতের রায়ের আগে আমরা আর কোন মন্তব্য করতে চাইছি না। আমাদের দলের চেয়ারম্যান মহোদয় এই বিষয়ে কথা বলবেন। দলীয় সূত্র জানায় নাসির ইউ মাহমুদের বিষয়ে করণীয় ঠিক করতে দলের নেতারা আলোচনা করবেন।
২০২০ সালের ২৮শে ডিসেম্বর জাপার নবম কাউন্সিলে তাকে দলটির প্রেসিডিয়াম সদস্য করা হয়। ঢাবি ছাত্র অবস্থায় জাতীয় পার্টির অঙ্গ সংগঠন ছাত্র সমাজের সঙ্গে যুক্ত হন তিনি। ৩৭ বছর ধরে আবাসন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তিনি। এছাড়া তার ঠিকাধারী ব্যবসাও রয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |