আজ বুধবার | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৪৮
বিডি দিনকাল ডেস্ক :- বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তিনটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। এগুলো হলো- বরাদ্দ যা নয় তার চেয়ে বেশি করে বলা, গরিবদের যে অনুপাতে পাওয়ার কথা, সেই অনুপাতে পাচ্ছে না। আর যাদের পাওয়া উচিত, তারা পায় না।
বৃহস্পতিবার সিপিডি, অক্সফাম ও নাগরিক প্লাটফর্মের উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনায় তিনি এই ফাঁকিগুলো তুলে ধরেন।
আলোচনায় তিনি প্রশ্ন তোলেন, বলা হয় ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে। তাহলে তাতে গরিবদের হিস্যা কেন বাড়বে না?
সভায় সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, সংসদে বাজেট প্রণয়ন প্রক্রিয়া একটি নাটক মঞ্চস্থের মতো। সংসদে বাজেট নিয়ে প্রতিনিধিত্বশীল আলোচনা হয় না। তিনি আলোচনা সভায় উপস্থিত দুজন সংসদ সদস্যকে প্রশ্ন করেন বাজেট আলোচনায় কতক্ষণ সময় পেয়েছেন?
জবাবে সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন বলেন, ১০ মিনিট। মেনন আরও বলেন, স্যার নাটক বলেছেন। তবে আমি বলব নাটক না, স্টেটম্যানেজ।
তিনি বলেন, সংসদে বাজেট নিয়ে যে আলোচনা হয় তা অর্থহীন। কথা বলতে হয় তাই বলি জানান মেনন।
রেহমান সোবহান বলেন, গরিব আর নতুন গরিব এটি পরিসংখ্যানগত ধুম্রজাল। তিনি বলেন, এই পরিসংখানগত বিতর্কে না গিয়ে কারা প্রকৃত গরিব তাদের জন্য ব্যবস্থা নিতে হবে। এখানে কাঠামোগত ও বিতরণে সমস্যা আছে।
প্রতিবেদনে সিপিডি;র গবেষক তৌফিকুল ইসলাম বলেন, অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনি খাতে বরাদ্দ কমেছে। এছাড়া চলমান করেনার প্রভাবে নতুন দরিদ্র বেড়েছ। সেই সঙ্গে আয় বৈষম্য চরম পর্যায়ে গেছে। কিন্তু এর তুলনায় প্রস্তাবিত বাজেটে সেইভাবে বরাদ্দ বাড়েননি বলে জানান তিনি।
Dhaka, Bangladesh বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:12 PM |
Magrib | 5:33 PM |
Isha | 6:52 PM |