- প্রচ্ছদ
-
- অপরাধ
- ভীন্ন ভীন্ন অভিযানে মেহেরপুর থেকে ইয়াবাসহ কারবারিদের গ্রেফতার
ভীন্ন ভীন্ন অভিযানে মেহেরপুর থেকে ইয়াবাসহ কারবারিদের গ্রেফতার
১৩০ পিচ ইয়াবাসহ আটক-২,গাংনীতে ১৫পিচ ইয়াবাসহ আরও ২ জন
প্রকাশ: ১৮ জুন, ২০২১ ১০:১৩ পূর্বাহ্ণ
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরে ১৩০ পিস ইয়াবাসহ দুজন আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের সজিবুল ইসলাম পিন্টুর ছেলের সোহেল রানা রনি (২৪) ও মোলাম আলীর ছেলে রুবেল আলি (২৩)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার পীরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, এস আই (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই(নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ) হেলাল উদ্দিন ও এএসআই (নিঃ) ইব্রাহিম বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার কাজীপুর পীরতলা এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পিচ ইয়াবাসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
এদিকে মেহেরপুরের গাংনীতে ১৫পিচ ইয়াবাসহ আরও ২ জন মাদক কারবারিকে আটক থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৭জুন) দিবাগত মধ্যরাতে তাদের আটক করে।আটককৃতরা হলো, উপজেলার তেরাইল গ্রামের বাগানপাড়া পাড়ার মৃত দলিম মল্লিক ছেলে মিলন মল্লিক(২৮),একই এলাকার পশ্চিম পাড়ার মোজাম্মেল হকের ছেলে মিনারুল ইসলাম(৩২)।
গাংনী থানা ওসি মোঃ বজলুর রহমান জানান,মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১৫পিচ ইয়াবাসহ মিলন ও জিনারুলকে আটক করে।আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে মামলা পূর্বক আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪হাজার ৫’শ টাকা।
Please follow and like us:
20 20