আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫১
মোহাম্মদ শরীফুল ইসলাম:- চলচ্চিত্রের অভিনয়শিল্পী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের ঘটনায় অন্যতম অভিযুক্ত অমি ওরফে তুহিন। গত সোমবার দুপুরে তাকেসহ পাঁচজনকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কিন্তু কে এই অমি? তার ব্যাপারে জানার চেষ্টা করেছে গণমাধ্যম কর্মীরা।
জানা যায়, অমি বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবা-ছেলে দুজনই আদম ব্যবসার সঙ্গে জড়িত। বাবা-ছেলে গ্রামের মানুষকে আর্থিক সহায়তা, ঘরবাড়ি করে দেওয়াসহ হাসপাতাল, মসজিদ ও মাদরাসাও নির্মাণ করেছেন।
সরেজমিনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্ল্যাহ গ্রামে দেখা গেছে, বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটির বাউন্ডারি দেয়াল বিভিন্ন নকশায় সাজানো হয়েছে। পাশেই সাদা রঙের বাড়িটি তার চাচা আমেরিকা প্রবাসীর। তবে বিশাল এই বাড়িতে কেউ থাকেন না। মাঝেমধ্যে অমি এবং তার বাবা আসেন পর্যবেক্ষণ করতে।
এ ছাড়া ওই গ্রামেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশেই নির্মাণ করা হয়েছে অমির নামে হাসপাতাল। হাসপাতালের পেছনেই মসজিদ ও মাদরাসা নির্মাণ করা হয়েছে।
জানা গেছে, নায়িকা পরীমণির বন্ধু অমির বাবা তোফাজ্জল হোসেন তোফা ১৯৯৫ সালে সিঙ্গাপুরে যান। সেখানে দীর্ঘ দিন থাকার পর বিদেশ থেকেই শুরু করেন আদম ব্যবসা। এরপর ছেলে তুহিন সিদ্দিকী অমিকে আদম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেন। ফলে বাবা-ছেলে মিলে একটি ওভারসিস আশকোনা ট্রাভেলসের মাধ্যমে সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাইসহ পৃথিবীর বিভিন্ন দেশে লোক পাঠানো শুরু করেন। এ জন্য ঢাকা ও আশুলিয়া এলাকায় দুটি ট্রেনিং সেন্টার রয়েছে তাদের।
এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশেই বাসাইলের বয়ড়ার গুল্যাহ এলাকায় ১৮৫ শতাংশ জমির ওপর তৈরি করা হয়েছে অমির নামে একটি জেনারেল হাসপাতাল। পাশেই অমির ছেলে আয়াত ও মেয়ে জান্নাহের নামে সুপার মার্কেট ও রেস্টুরেন্ট। যা জান্নাহ গ্রুপ অব কোম্পানি নামে পরিচালিত হচ্ছে। হাসপাতালের পেছনে ২০১১ সালে মক্কা মদীনা হাজী আব্দুল মান্নান ময়মন নেছা কওমি মাদরাসা, এতিমখানা ও মসজিদ নির্মাণ করা হয়েছে।
গুল্ল্যাহ গ্রামের সেলিম খান বলেন, যিনি গ্রামে মসজিদ-মাদরাসা নির্মাণ করতে পারেন তিনি লোক হিসেবে খারাপ হতে পারেন না। অমি ও তার বাবা ভাল মানুষ হিসেবে এলাকায় পরিচিত। কেউ হয়ত শত্রুতা করে ফাঁসিয়েছে অমিকে।
আব্দুর রউফ নামে আরেকজন বলেন, তারা আগেই থেকে ধনী মানুষ। এলাকার দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা করে আসছেন। এলাকায় তাদের নামে কোনো অভিযোগ বা অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্য নেই।সুরুজ মিয়া নামে আরেক এলাকাবাসী বলেন, তারা দীনশীল হিসেবে পরিচিত। এই গ্রামের বাড়িটি হাজী বাড়ি নামে পরিচিত। এই গ্রাম ছাড়াও অন্যান্য গ্রামের মানুষজনকেও আর্থিক সহযোগিতা ছাড়াও অনেক মসজিদ মাদরাসায় দান করেছেন। অনেক অসহায় পরিবারের মেয়ের বিয়েতেও দান খয়রাত করেছেন। তবে অমি ছোট থেকেই ঢাকায় থাকত।
স্থানীয়রা জানান, অমির জন্ম ঢাকাতেই। ফলে সেখানেই সে মানুষ হয়েছে। এলাকায় বছরে একবার দুইবার আসতেন। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানসহ নানা কাজে তিনি আর্থিক সহায়তা করতেন। গ্রামের মানুষ তাকে ভাল মানুষ হিসেবেই চেনেন।
অমির বাবা তোফাজ্জল হোসেন তোফা বলেন, স্কুলজীবনে নায়িকা পরীমণির সঙ্গে অমির বন্ধুত্ব ছিল। স্কুলের গন্ডি পেরিয়ে মাধ্যমিকে ওঠার পর তার সঙ্গে আর যোগাযোগ ছিল না।
পরীমণি যখন তার বিরুদ্ধে মামলা দায়ের করেন তখন সে গ্রামের বাড়িতেই ছিল। অমি বাংলাদেশসহ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নাগরিক। তার পাসপোর্টে ৭-৮টি দেশের ভিসা লাগানো আছে। অবস্থা এমন হবে জানলে আগে থেকেই তাকে দেশের বাইরে পাঠিয়ে দিতাম। তাহলে তাকে আর জেলে যেতে হতো না।
তিনি বলেন, অমি ঢাকার বিভিন্ন ক্লাবের সদস্য হিসেবে রয়েছে। ভবিষ্যতে ক্লাবগুলোতে হয়ত বড় পদে যেত। এ জন্য প্রতিপক্ষ সামাজিকসহ তার ব্যবসায়িক ক্ষতি করার জন্য নায়িকা পরীমণিকে তাকে মামলার দ্বিতীয় আসামি বানিয়েছে।
এদিকে অমির ব্যাপারে জানতে কথা হয় পরীমনির কস্টিউম ডিজাইনার জিমির সঙ্গে। তিনি সেই রাতে পরীমনির সঙ্গে ঘটনাস্থলে ছিলেন। ঘটনার সময় জিমিও আহত হন।
মূলত জিমির মাধ্যমেই পরীমনির কাছে তার কাজের প্রস্তাব পৌঁছান অমি। জিমি জানান, অমিকে তিনি অনেক আগে থেকেই চিনতেন। তার এক বন্ধুর বন্ধু হলো অমি।
জিমি বলেন, ‘অমির সঙ্গে মাঝখানে অনেক দিন ধরেই আমার যোগাযোগ ছিল না। দুই বছর ধরে আবার আমাদের যোগাযোগ শুরু হয়।’
তিনি আরও বলেন, অমি নামকরা পরিবারের ছেলে। রাজধানীর আশকোনা এলাকার অমিদের একাধিক ব্যবসা রয়েছে। যার মধ্যে জিমি শুধু বলতে পেরেছেন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের নাম।
ফেসবুকে এই নামের একটি প্রতিষ্ঠানের পেজ রয়েছে। সেখান থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে বিদেশে লোক পাঠানো হয়। দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রতিষ্ঠান থেকে ট্রেনিংয়ের বিজ্ঞাপন দেয়া আছে ফেসবুক পেজটিতে।
ফেসবুক পেজে কয়েকটি ফোন নম্বর রয়েছে। সেখান থেকে তিনটি নম্বরে ফোন করলেও কেউ তা রিসিভ করেননি।
জিমি বলেন, ‘দুই বছর আগে যোগাযোগ শুরু হওয়ার পর অমি কিছু প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে কথা বলেন। তিনি কিছু বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছেন আমার কাছে।’
রোববার রাতে ফেসবুক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনার পর পরীমনি গণমাধ্যমের সামনে এসে বিস্তারিত খুলে বলেন।
তিনি জানান, অমি তার সঙ্গে একটি কাজের প্রস্তাব নিয়ে বেশ কয়েক দিন ধরে যোগাযোগ করছিলেন। তার সেই কাজের জন্য আলোচনা করতেই তিনি বুধবার রাতে ঢাকা বোট ক্লাবে যান। এরপর সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরীমনি সেই রাতেই ধারণা করেন, পুরো ঘটনাটিই পরিকল্পিত। আর এর নেপথ্যে থাকতে পারেন অমি।
সকালে পরী যে মামলা করেন, তাতে প্রধান আসামি হিসেবে নাসিরের নাম উল্লেখ করেন। দ্বিতীয় নামটিই ছিল অমির। তবে তিনি এহাজারে লেখেন তুহিন বলে। অমি এই নামেও পরিচিত।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |