আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৪
লক্ষ্মীপুর :- লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট। নুরউদ্দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয় দেশটির আদালত।পরবর্তীতে আপিলে আরো ৩ বছর বাড়ানো হয় সাজার মেয়াদ ।মোট ৭ বছর সাজা ভোগ করতে হবে শহীদ ইসলাম পাপুলকে । পাপুল ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২শে ফেব্রুয়ারি আসনটি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। এরপর নির্বাচনের উদ্যোগ নিয়ে নির্বাচন কমিশন।
এদিকে রায়পুরের এই উপ নির্বাচনের দিকে নজর রাখছিলেন কুয়েতপ্রবাসীরা ।পাপুল নির্বাচনে এমপি হওয়ার পর বহু প্রবাসী নানা ভাবে হয়রানির শিকার হয় দূতাবাসের সহযোগিতায় । নানা অপরাধের কারণে পাপুলের যখন সাজা হয় তখন প্রবাসীদের মাঝে যেমন আনন্দের বন্যা বয়ে যায় ঠিক তারেই ধারাবাহিকতায় আজ পাপুল বিহীন উপনির্বাচন ভালো ভাবে সম্পন্ন হওয়ায় সস্থির নিঃশাস ফেললেন কুয়েত প্রবাসীরা ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |