আজ বুধবার | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৩
বিডি দিনকাল ডেস্ক :- সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগির খুনিদের চারজনকে প্যারামিলিটারি প্রশিক্ষণ দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া কন্ট্রাক্টের অধীনে এক বছর আগে তাদেরকে এই প্রশিক্ষণ দেয়া হয়। তবে ওই খুনিরা যে জামাল খাসোগিকে হত্যা করবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র জানতো, এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্টকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
সৌদি আরবের ওই গ্রুপটিকে প্রশিক্ষণ দিয়েছিল টিয়ার ১ গ্রুপ। এর মালিকানা সারবারাস ক্যাপিটাল ম্যানেজমেন্টের। তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্টের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আইনের অধীনে মিডিয়ার রিপোর্টিংয়ে লাইসেন্স সংক্রান্ত প্রতিরক্ষা বিষয়ক কোনো বিষয়ে মন্তব্য করতে পারে না মন্ত্রণালয়।
তবে সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি হবে আইনকে অগ্রাধিকার দিয়ে ও মানবাধিকারের প্রতি সম্মানের ভিত্তিতে।
২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কনস্যুলেটের ভিতর নৃশংসভাবে হত্যা করা হয় ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে। তিনি ছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক। মিডিয়ার রিপোর্ট এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তদন্তে বলা হয়, এই হত্যার নির্দেশ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।
সারবেরাসের সিনিয়র নির্বাহী লুইস ব্রেমার নিশ্চিত করেছেন যে, সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার সঙ্গে জড়িত চার সদস্যকে তার কোম্পানি প্রশিক্ষণ দিয়েছিল। গত বছর ট্রাম্প প্রশাসনের অধীনে তিনি পেন্টাগনের মনোনয়ন চেয়েছিলেন। এ সময় কংগ্রেস সদস্যদের প্রশ্নের জবাবে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন তিনি। কিন্তু ট্রাম্প প্রশাসন তা কংগ্রেস সদস্যদের সামনে উপস্থাপন করেনি। ব্রেমার বলেছেন, ওই সময়কার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের অন্য এজেন্সিগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি শক্তিকে প্রশিক্ষণ দেয়ার জন্য দায়ী।
Dhaka, Bangladesh বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:12 PM |
Magrib | 5:33 PM |
Isha | 6:52 PM |