শরীয়তপুর প্রতিনিধি: যুবলীগ নেতা কাজী শাহিনের নিজ উদ্যোগে শরীয়তপুর সদর উপজেলার অাংগারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উওর ভাষানচরের হানিফা সরদারের বাড়ির সামনে রাস্তায় দির্ঘ্যদিন ধরে একটি বড় গর্ত ও নতুনহাট ব্রিজ সংলাপ বড় বড় চারটি গর্ত হয়েছে কাজী আলী হোসেনের বাড়ির সামনে দুটি কত এরকম, তিন কিলো রাস্তায় গর্ত হয়। এ রাস্তা দিয়ে নিত্যদিন চলাচল করতে গিয়ে গর্তে পড়ে সিমাহীন দূর্ভোগের শিকার হন হাজার হাজার পথচারিরা।
প্রতিদিন অটোরিক্সাসহ নানামূখি যানবাহন এ গর্তে পড়ে বড় ধরনের দূর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় জন প্রতিনিধিরা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছেন। যেনো তাদের কোন দায়ভার নেই। শেষে ওই
ওই গ্রামের কৃতি সন্তান শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কাজী মোঃ শাহিন এর চোখে পড়ে তিনি ওই রাস্তা দিয়ে নতুনহাটে ২১ জুন তারিখে যাইতে ছিলেন যাবার পথে দেখেন রাস্তায় বড় বড় গর্ত।
পরের দিন সন্ধ্যায় ২২ জুন কাজী শাহিনের নেতৃত্বে এলাকার ১০/১৫ জন ওই গ্রামের কৃতি সন্তান তাদের নিয়ে ৫ বস্তা ইটের খোয়া ও দুই বস্তা সিমেন্ট বালু নিয়ে মেরামতের কাজে লেগে যান। আক্তার হোসেন শাহ জয়নাল সদ্দার মাসুদ সিকদার সাইদুল ইসলাম খাঁ আক্তার আকন্দ রুহুল আমিন মোশারেফ সরদার
কাজী শাহিন এর উদ্যোগে নিজস্ব অর্থায়ন এবং পরিশ্রমে গর্ত ভরাট করে দিয়ে চলাচলের উপযোগী করে দেয়া হয়। এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ ব্যপারে কাজী শাহিন বলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ভাইয়ের দিক নির্দেশনা মেনে চলি। তিনি সব সময় উন্নয়নমূলক কাজ পছন্দ করেন এবং সবাইকে সাহস দেন উন্নয়নমূলক কাজ করতে নির্দেশ দেন। তিনি ভাল কাজের পক্ষে থাকেন এবং অপরাধীর পক্ষে থাকেন। বিবেকের তাড়নায় এলাকার মানুষের কষ্ট লাঘব করতে আমি আমার এলাকার লোকজন নিয়ে এ কাজটি করেছি। এ জন্য সাধারন মানুষের কাজ থেকে একটু দোয়া ও ভালোবাসা পেলেই আমি ধন্য।