- প্রচ্ছদ
-
- খুলনা
- পাখিদের জন্য অভয়াশ্রম বানাতে চাই ………….. এমপি খোকন
পাখিদের জন্য অভয়াশ্রম বানাতে চাই ………….. এমপি খোকন
প্রকাশ: ২৪ জুন, ২০২১ ৭:৫৮ পূর্বাহ্ণ
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে,তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর- ২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এক অভাবনীয় পরিকল্পনা করেছেন।
বিভিন্ন ধরনের পাখির অভয়াস্রম হচ্ছে গ্রাম বাংলার বিভিন্ন ধরনের গাছ পালা ও বাড়ির ভেন্টিলেটর।
কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন কল-কারখানা, নতুন ভবন এবং জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য কেটে ফেলা হচ্ছে গাছ। পাখি হারাচ্ছে তাদের আস্রয়স্থল। যার ফলে বিলিন হতে চলেছে বিভিন্ন জাতের পাখি। পরিবেশের সুন্দর্য বৃদ্ধি ও ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখা পাখিদের সংরক্ষণ করার জন্য প্রয়োজন তাদের আশ্রয়স্থল। এসকল বিষয় মাথায় রেখেই এমন চিন্তা মাথায় নিয়েছেন এই সংসদ সদস্য।
সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, যুগের বিবর্তনে এবং মানুষের কোলাহলে পাখি হারাচ্ছে তাদের আশ্রয় স্থল। দিনদিন বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের পাখি যেমন,দোয়েল,শালিক,ঘুঘু, মাছরাঙ্গা,ময়না,টিয়াসহ হরেক জাতের পাখি। এই পাখিদের সংরক্ষণ করার জন্যই কিছু একটা করার চেষ্টা করছি।
পাখির জন্য কি ধরনের বাসা তৈরি করা যায় মতামত চেয়েছেন তিনি।
Please follow and like us:
20 20