আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫৪
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঢাকা-আরিচা মহাসড়কের কার্ভাডভ্যানের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে একটি বাস গর্তে পড়ে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৬ যাত্রী।
রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ার প্রান্তিক গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে সে বাসের হেলপার বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, সকালে ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কে প্রান্তিক গেট এলাকায় একটি কার্ভাড ভ্যানের সাথে প্রতিযোগিতায় করতে যায়। এসময় সড়কের পাশে সওজের গর্তে বাসের চাকা পড়ে গিয়ে বাসটি যাত্রীসহ উল্টে যায়। এতে বাসের দরজায় দাড়িয়ে থাকা হেলপার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
সাভার হাইওয়ে থানার এসআই আব্দুর রহিম জানান, এঘটনায় বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। দু’টি পরিবহনের চালকই পালিয়ে গেছে। নিহতের পরিচয় জানতে বাসের মালিককে খবর দেওয়া হয়েছে। এছাড়া নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতের উদ্ধার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |