আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৩
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪ সন্তানের জননী এক গৃহবধূ (৪৮)কে ধর্ষণের অভিযোগে আবু হানিফা (৫৫) ও জালাল উদ্দিন বাচ্চু (৫০) নামে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে আবু হানিফা পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের কুমড়ী গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। অপর আসামি জালাল উদ্দিন বাচ্চু পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেওয়াজের ছেলে। গত শনিবার দুপুরে ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ওইদিন বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আবু হানিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৃহবধূর অভিযোগ, প্রায় প্রতিদিন রাতেই জালাল উদ্দিন বাচ্চু এলাকায় ডাকাত হিসেবে পরিচিত আবু হানিফাকে নিয়ে গভীর রাতে তার ঘরের পেছনের নির্জন স্থানে নারী এনে আনন্দ ফুর্তি করতেন। তাদের এ নারী কেলেঙ্কারির প্রতিবাদ এবং আশপাশের লোকজনের কাছে এসব ঘটনা ফাঁস করে দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পরে এ ঘটনায় মামলা না করতে আবু হানিফা ও জালাল উদ্দিন বাচ্চু গৃহবধূ ও তার সন্তানদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে শনিবার গৃহবধূ বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, গৃহবধূ অধিকাংশ সময় বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী আবু হানিফা প্রায়ই তাকে কুপ্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্যক্ত করতো।
এতে সাড়া না দেয়ায় গত ১৯শে মে কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে আবু হানিফা ছুরির ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে চলে যাওয়ার সময় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিলে হত্যার হুমকি দেয় হানিফা। এর দুইদিন পর ২১শে মে রাতে ধর্ষক আবু হানিফা ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বাচ্চু গৃহবধূর বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে পরিবারের কাউকে জানালে বা মামলা করলে গৃহবধূ এবং তার সন্তানকে বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দেয়।
পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, শনিবার দুপুরে গৃহবধূ নিজে বাদী হয়ে আবু হানিফা ও জালাল উদ্দিন বাচ্চু এই দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আবু হানিফাকে গ্রেপ্তার করে। গতকাল তাকে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামি জালাল উদ্দিন বাচ্চুকে আটক করতে অভিযান অব্যাহত আছে এবং ঘটনাটির তদন্ত চলছে।
তবে অভিযুক্ত পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি না হতে পারি সেজন্য আমার সুনাম নষ্ট করতে একটি মহল এই মেয়েকে দিয়ে এমন কথা ছড়াচ্ছে। এদিকে গৃহবধূকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা শহরে গতকাল পৃথক দু’টি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |