আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৯
চট্টগ্রাম: চট্টগ্রামে সীতাকুন্ডে সাবেক স্বামী ওমর শরীফের ছুরিকাঘাতে গুরুতর আহত পেয়ারা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল রবিবার (২৭ জুন) সীতাকুন্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উকিল পাড়া এলাকায় পেয়ারা বেগমের ভাড়া বাসায় গিয়ে সাবেক স্বামী ওমর শরীফ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় পেয়ারা বেগমকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। ১৫ দিন আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, গতকাল রবিবার ছুরিকাঘাতে গুরুতর আহত পেয়ারা বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে তার অপারেশন হয়। সোমবার সেই ওয়ার্ডেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |