আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫২
বিডি দিনকাল ডেস্ক :- ১৬৬ রানের পুঁজি নিয়েও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ের সঙ্গে উইকেট তুলে নেয়া এবং কাগিসো রাবাদার ৩ উইকেটে ১৬ রানে জিতেছে সফরকারীরা। ১৬৭ রানের লক্ষ্য টপকাতে গিয়ে ১৫০ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার।
গ্রেনেডার সেন্ট জর্জ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৫০ করতে পেরেছে ক্যারিবীয়রা। ওপেনার আন্দ্রে ফ্লেচার ৩৫ ও এভিন লুইস ২১ রান করেছেন। শেষ দিকে ১২ বলে ৩৪ রান করেছেন ফ্যাবিয়ান অ্যালান। তিনে নামা ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল ৬ বলে ৮ রান করেছেন।
কাগিসো রাবাদা ৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের সেরা বোলার হলেও কিপটে বোলিংয়ে তাদের জয়ের নায়ক ও জর্জ লিন্ডে তাবরিজ শামসি। বাঁহাতি স্পিনার লিন্ডে ১৯ রানে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচে ওভারপ্রতি কম রান দিয়েছেন বাঁহাতি চায়নাম্যান বোলার শামসি। ১৬ রান দিয়ে শামসি তুলে নেন কাইরন পোলার্ডের উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান তোলে প্রোটিয়ারা। অধিনায়ক টেম্বা বাভুমা ৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। রেজা হেনড্রিকসের ব্যাট থেকে আসে ৪২ রান। ওবেদ ম্যাককয় তিনটি ও কেভিন সিনক্লেয়ার দুটি উইকেট শিকার করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |