- প্রচ্ছদ
-
- খুলনা
- গাংনীতে নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মাষ্কবিতরণ
গাংনীতে নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মাষ্কবিতরণ
প্রকাশ: ২৮ জুন, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মাষ্কবিতরন ও জনসচেতনতা মূলক কর্মসূচী পালন করেছে।
সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে ইউনিয়নের মহাম্মপুর,হোগলবাড়ীয়া ও আকুবপুর বাজারে মাষ্কবিতরণ করা হয়েছে। মাস্কবিতরনীর সময় উপস্থিত ছিলেন,উপ গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার জয় আহমেহ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ কর্মীর বিপ্লব হোসেন প্রমুখ।
Please follow and like us:
20 20