- প্রচ্ছদ
-
- খুলনা
- মেহেরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত-২
মেহেরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত-২
প্রকাশ: ২৯ জুন, ২০২১ ৭:১৬ পূর্বাহ্ণ
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু ও অপর ২ কৃষক আহত হয়েছে।
আহত কৃষকরা হলেন, মফিজুল ইসলাম (৪৫) ও হাবিব (৪০) নামের আরও দুইজন।
মঙ্গলবার সকালের দিকে বজ্রপাতের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম উজলপুর গ্রামের খোদাবক্স জামাতা, আহত মফিজুল একই গ্রামের জাফর আলীর ছেলে এবং হাবিব আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, আহত ও নিহত ব্যক্তিরা সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে জমি থেকে ধানের চারা উত্তোলন করেছিলেন । এ সময় প্রচন্ড শব্দে বজ্রপাতে আঘাতে জিয়ারুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঐ সময় তাঁর পাশের কাজ করতে থাকা মফিজুল ও হাবিব আহত হন। আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
Please follow and like us:
20 20