আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫২
সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা:- টাঙ্গাইলের সখিপুরে মঙ্গলবার সকালে টাঙ্গাইল বনবিভাগের বাঁশতৈল রেঞ্জ এর বংশিনগর বিটাধীন তক্তারচালা পাটজাগ এলাকায় একটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে বনবিভাগ। উচ্ছেদকৃত করাতকলটির মালিক তক্তারচালা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সানোয়ার হোসেন। বাঁশতৈল রেঞ্জ অফিসার আশরাফুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে অংশগ্রহন করেন,বাঁশতৈল সদর,বংশিনগর,নলুয়া,পাথরঘাটা বিট অফিসার,বনপ্রহরী ও শ্রমিকগন। বাঁশতৈল রেঞ্জ অফিসার আশরাফুল ইসলাম বলেন, টাঙ্গাইল বিভাগীয় বনকর্মকর্তা(ডিএফও) স্যারের নির্দেশনায় পযার্য়ক্রমে সকল অবৈধ করাতকল উচ্ছেদ করা হবে।উল্লেখ্য,সখিপুর,মির্জাপুর,মধুপুর,ঘাটাইল উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের ভিতর সহ¯্রাধিক অবৈধ করাতকল রয়েছে। ফলে সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান বৃক্ষ অবাধে নিধন করে অবৈধ করাতকলে চিড়াই করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হচ্ছে। সঙ্গতকারনে জলবায়ূ,পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দেওয়ায় ধরিত্রীতে জনমানব বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |