- প্রচ্ছদ
-
- খুলনা
- মেহেরপুরে এক দিনের ব্যবধানে ভাই-বোনের মৃত্যু
মেহেরপুরে এক দিনের ব্যবধানে ভাই-বোনের মৃত্যু
প্রকাশ: ৩০ জুন, ২০২১ ৮:৩২ পূর্বাহ্ণ
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরে সদর উপজেলার ময়ামারীতে এক দিনের ব্যবধানে ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বোন ফজিলা খাতুনের মৃত্যুর খবর পেয়ে বোনের বাড়ি ময়ামারি গ্রামে ছুটে যায় ইসলাম আলী (৫২)।
গতকাল মঙ্গলবার (২৯ জুন) বাদ আছর ময়ামারি কবরস্থানে বোনের লাশ দাফন করার পর ভাই ইসলাম আলী স্ট্রোক করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বুধবার (৩০ জুন) সকালের দিকে ইসলাম আলীর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে গাংনী উপজেলার বামুন্দী নামক স্থানে পৌছালে সকাল ৯ টার দিকে সে মৃত্যু বরণ করে।
ইসলাম আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপির ষষ্টিতলাপাড়ার মৃত তাহাজ উদ্দিনের ছেলে। তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বাদ আছর আমঝুপি আলিম মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাযার নামাজ শেষে পার্শ্ববর্তি কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
Please follow and like us:
20 20