আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫৪
বিডি দিনকাল ডেস্ক :- ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াই ছিল টানটান উত্তেজনায় পরিপূর্ণ। অন্যতম ফেভারিট হয়েও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে বাদ পড়েছে নেদারল্যান্ডস, পর্তুগাল, ফ্রান্সের মতো বড়দলগুলো। এবার শুরু হচ্ছে শেষ আটের মহারণ। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। যেখানে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের সম্ভাবনা বেলজিয়াম ও ইতালির লড়াইকে ঘিরে।
শেষ আটের টিকিট পেয়েছে ইতালি, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন। আগামী ২লা জুলাই শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। প্রথম ম্যাচে সুইজারল্যান্ড খেলবে স্পেনের বিপক্ষে। রাশিয়ার গ্যাজপর্ম স্টেডিয়ামে রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।একই দিন বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। রাত ১টায় অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু হবে ম্যাচটি।
৩ জুলাই মাঠে নামবে চেক রিপাবলিক ও ডেনমার্ক। রাত ১০টায় আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই দিনই শেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মোকাবিলা করবে ইউক্রেনকে। রাত ১টায় স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে হবে ম্যাচটি।
ক্রিস্টিয়ান এরিকসেনের মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার অনুপ্রেরণা কাজে লাগিয়ে নকআউটে ওঠে ডেনমার্ক। গতবারের সেমিফাইনালিস্ট ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। ১৭ বছর পর দেখা পায় ইউরোর কোয়ার্টার ফাইনালের।
ইউরো ইতিহাসে প্রথমবার শেষ ষোলোতে জায়গা করে নেয়া অস্ট্রিয়ার বিপক্ষে ইতালির জয় সহজ ছিল না। গ্রুপের সবগুলো ম্যাচ জেতা ইতালিয়ানদের নির্ধারিত সময়ে রুখে দেয় তারা। গোলশূন্য স্কোরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ২-১ গোলের জয়ে ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে কোয়ার্টারে পৌঁছায় ইতালি।
অঘটনের শুরু নকআউট পর্বের দ্বিতীয় দিন। হেভিওয়েট নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় চেক প্রজাতন্ত্র। ২০১২ সালের পর প্রথমবার শেষ আটে পৌঁছায় দলটি। একই রাতে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগালের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে দেয় বেলজিয়াম, ম্যাচটি জেতে তারা ১-০ গোলে।
উত্তেজনার সবটুকুই বাকি ছিল নকআউটের তৃতীয় রাতের জন্য। আত্মঘাতী গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ে স্পেন। সেখান থেকে ঘুরে দাড়ায় লুইস এনরিকের দল। তবে তিনটি গোল করেও রেহায় হয়নি স্প্যানিয়ার্ডদের। শেষ সাত মিনিটে দুই গোল শোধ দিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় ক্রোটরা। ৩-৩ ব্যবধানে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আর কুলিয়ে উঠতে পারেনি গতবারের বিশ^কাপ ফাইনালিস্টরা। ৫-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় স্পেন।
একই রাতে ফ্রান্সকে বিদায় করে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও করিম বেনজেমার জোড়া গোলে লিড নেয় গতবারের বিশ^চ্যাম্পিয়নরা। ৭৫তম মিনিটে পল পগবার নান্দনিক গোলে জয় যখন প্রায় নিশ্চিত তখনই ঘুরে দাড়ায় সুইসরা। দু’বার ফরাসিদের জাল কাঁপিয়ে ৩-৩ গোলের ড্রয়ে অতিরিক্ত সময়ে নিয়ে যান শাকিরিরা। সেখানেও নিষ্পত্তি না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ শটে কিলিয়ান এমবাপ্পে মিস করলে এই আসরে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের শিকার হয় ফ্রান্স।
মঙ্গলবার (২৯ জুন) ওয়েম্বলিতে আরেক জায়ান্টের পতন হলো। চার আসরে প্রথমবার সেমিফাইনাল না খেলেই বিদায় নিলো জার্মানি। ২-০ গোলে তাদের হারিয়ে শেষ আটে ওঠে ইংল্যান্ড।
আর এই পর্বের শেষ হয় ইউক্রেন ও সুইডেনের ম্যাচ দিয়ে। নির্ধারিত সময় ১-১ ব্যবধানে শেষ হলে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জয়সূচক গোল করেন আর্তেম ডোভবিক।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |