মেক্সিকোতে দায়িত্ব পালন করলেও আবিদা ইসলাম এসময় কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের হিসেবে থাকবেন।
আবিদা ইসলাম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা পেশাদার কুটনীতিক আবিদা ইসলাম লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ দুতাবাসে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএ পাশ করেন। অস্ট্রেলিয়ার বিখ্যাত মনাশ ইউনিভার্সিটি থেকে তিনি পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়েও স্নাতকোত্তর ডিগ্রি নেন।